আমাদের সম্পর্কে

প্রতিষ্ঠা

`অমৃতের সন্ধানে’ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত (ইস্কন)-এর একটি প্রকাশনা। পৃথিবীজুড়ে ভগবানের বাণী প্রচারের লক্ষ্যে ইস্কনের প্রতিষ্ঠাতা-আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ১৯৪৪ সালে “Back To Godhead’’ নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন। তিনি ১৯৬৬ সালে আমেরিকার নিউইয়র্কে ইস্কন প্রতিষ্ঠা করে এর যে সাতটি উদ্দেশ্য নির্ধারণ করেছেন, তার ৭ম উদ্দেশ্য— “প্রথম ছয়টি উদ্দেশ্য সাধনের জন্য সাময়িকী, পত্রিকা, গ্রন্থ এবং অন্যান্য লেখা প্রকাশ ও বিতরণ করা”। শ্রীল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণে ইস্কন বাংলাদেশের জিবিসিমণ্ডলী ১৯৯৫ সালে ঢাকায় প্রতিষ্ঠা করেন ইস্কনের ত্রৈমাসিক মুখপত্র ‘অমৃতের সন্ধানে’।

লক্ষ্য ও উদ্দেশ্য

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ভবিষ্যদ্বাণী— ‘পৃথিবীব্যাপী কৃষ্ণভাবনামৃত প্রচার’ সার্থক করার লক্ষ্যে, পূর্বতন আচার্যবর্গের মনোভিলাষ অনুসারে গৌড়ীয় বৈষ্ণব দর্শন প্রচার করা ও মানবসমাজের আধ্যাত্মিক বিকাশ সাধন করা।

পূর্বতন আচার্যগণের মনোভাব

আধুনিক সমাজে বৈষ্ণব ধর্ম প্রচার করাই সজ্জন-তোষণীর (ভক্তিবিনোদ ঠাকুর প্রকাশিত পত্রিকা) উদ্দেশ্য। পরম পবিত্র বৈষ্ণব ধর্ম ক্রমশ আধুনিক সমাজের লোকসকলের হৃদয়ে প্রবেশ করিতেছে। আশা করা যায় সেসকল লোক শীঘ্রই হরিভক্তি লাভ করিবেন। — শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর

এসকল গ্রন্থ ও পারমার্থিক প্রকাশনাগুলো হচ্ছে ‘বৃহৎ মৃদঙ্গ’। এর সঙ্গে সংশ্লিষ্ট ছাপাখানাসহ সকল কিছুই চিন্ময়। ঠাকুর নরোত্তমের প্রার্থনার গভীর মর্ম, ঠাকুর ভক্তিবিনোদের প্রচারিত গীতিসমূহ ও পরমার্থ সাহিত্য বঙ্গদেশে উৎকলে ও অসমীয় ভূমিতে প্রচুর পরিমাণে কীর্তিত হোক। — শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর

গ্রন্থ ও ম্যাগাজিন বিতরণ করাই আমাদের সংস্থার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কার্যক্রম। গ্রন্থ ছাড়া আমাদের প্রচারের কোনো ভিত্তি নেই। — শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ